ওয়ালটন দ্বিতীয় জাতীয় যুব হ্যান্ডবলে, বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা। পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালে তারা ৩৭-২৯ গোলে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে শিরোপা জয় করে।
এদিকে, স্থান নির্ধারনী ম্যাচে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে তৃতীয় স্থান লাভ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। ফাইনালে শেষে বিওএ উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু চ্যাম্পিয়ান ও রানারআপ দলকে পুরস্কৃত করেন। এ সময় স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন এবং ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর উপস্থিত ছিলেন।