ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যাশলে বার্টিকে ইউএস ওপেন থেকে বিদায় করে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন শেলবি রজার্স। অবশ্য খেলার মাঠে এবারই প্রথম নয়, অঘটনের জন্ম দেওয়ার কাজটি নিয়মিতই করে চলেছেন যুক্তরাষ্ট্রের শেলবি রজার্স। ২০২০ সালেও তিনি শেষ ১৬ থেকে ঘরে ফেরত পাঠান পেত্রা কেভিতোভাকে।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেটে কিন্তু শীর্ষ তারকা অ্যাশলে বার্টির কাছে পাত্তাই পাননি রজার্স। ৬-২ গেমের জয়ে নির্ভার ছিলেন বার্টি। কিন্তু পরের সেটগুলোতে বিপুল বিক্রমে ম্যাচে ফেরেন শেলবি। জয় পান ৬-১ ও ৭-৬ গেমে। ২ ঘন্টা ৮ মিনিটের লড়াই শেষে অঘটেনর জন্ম দিয়ে প্রতিযোগিতার শেষ ১৬-র টিকিট নিশ্চিত করেন শেলবি।
বিশ্বের এক নম্বার খেলোয়াড়ের বিপক্ষে এবারই প্রথম জয় পেলেন শেলবি রজার্স। এর আগের ৫বারের মুখোমুখি লড়াইয়ের প্রতিটিতেই হেরেছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে শেলবিকে এখন লড়তে হেব ব্রিটিশ কোয়ালিফায়ার এমা রাদুকানুর বিপক্ষে।