৪১ বছর পর অলিম্পিক হকি থেকে পদক জিতলো ভারত। জার্মানির বিপক্ষে পিছিয়ে থাকা ম্যাচ জিতে টোকিও গেমস থেকে ব্রোঞ্জ জয় করেন মনপ্রীত সিংরা। ৯ গোলের হাড্ডাহাড্ডি ম্যাচে ৫-৪ এ জয় পায় মেন ইন ব্লু। ১৯৮০ সালে অলিম্পিক হকিতে শেষবার পদক জিতেছিল ভারত। সেবার সোনা এসেছিল ঘরে। ১৯৭২ সালের অলিম্পিকে শেষবার ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় হকি।
শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে। যদিও আক্রমণে ঝাঁঝ বেশি থাকে জার্মানির। তাই প্রথম কোয়ার্টারেই তারা গোল পেয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচে ফিরে আসে ভারত। এক গোল শোধ দেয় মেন ইন ব্লু। এরপর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে জার্মানি। পরপর দুটি গোল করে ভারতকে ব্যাকফুটে ঠেলে দেয় সাদা জার্সি গায়ে মাঠে নামা দল। তবু লড়াই অব্যাহত রাখে নীল জার্সিধারী খেলোয়াড়রা। একই কোয়ার্টারে দুই গোল শোধ দেয় ভারত।
তৃতীয় কোয়ার্টারের ঝড়ের মতো আক্রমণ তুলতে থাকেন মনপ্রীত সিংরা। শুরুর মিনিটে পাওয়া পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারত। কয়েক মিনিট পরে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে গোলের ব্যবধান বাড়িয়ে নেয় জয়ী দল।