দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে হারিয়ে উম্বলডন ওপেন টেনিসের তৃতীয় রাউন্ডে উঠলেন সার্বিয়ার নোভাক জকোভিচ। ১ ঘন্টা ৪১ মিনিটের লড়াইয়ে জকোভিচ জয় পান সহজেই ৬-৩, ৬-৩ ও ৬-৩ গেমে। এবারের ট্রফি জিততে পারলেই তিনি রজার ফেদেরার এবং রাফায়েল নাদালকে স্পর্শ করবেন।
চলতি উইম্বলডনে কেরিয়ারের ২০তম গ্রান্ড স্ল্যাম জয়ের জন্য লড়াই করছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। এবারের ট্রফি জিততে পারলেই তিনি রজার ফেডেরার এবং রাফায়েল নাদালকে স্পর্শ করবেন। ফলে সদ্য ফ্রেঞ্চ ওপেন জিতে অল ইংল্যান্ড টেনিস ক্লাবে পা রাখা জকোভিচের দ্বিতীয় রাউন্ডের খেলায় ধরা পড়ল আত্মবিশ্বাসের কাহিনী। দ্বিতীয় রাউন্ডে কেভিন অ্যান্ডারসনের বিরুদ্ধে সহজ জয়ের ফলে তৃতীয় রাউন্ডে চলে গেলেন নোভাক।
তবে দ্বিতীয় রাউন্ডে জিততে বেশি ঘাম ঝরাতে হল না তাঁকে। উইম্বলডনের কোর্টে পা পিছলে পড়ে পাওয়া চোটর কারণে বিদায় জানাতে বাধ্য হন আমেরিকার তারকা সেরেনা উইলিয়ামস। গতকাল বুধবার রাতে সেন্টার কোর্টে সেই ঘটনা নোভাকের ম্যাচে একাধিকবার ঘটছিল। স্বাভাবিকভাবেই নোভাকের চোটগ্রস্ত হওয়ার সম্ভাবনার কথা ভেবে আতঙ্কিত হচ্ছিলেন তাঁর সমর্থকরা।
তবে বারবার পিছলে পড়লেও জকোভিচ কোন চোট পাননি। উল্টে প্রতিপক্ষের বাধা কাটিয়ে সহজেই তৃতীয় রাউন্ডে উঠে যান তিনি। দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে ৬-৩, ৬-৩, ৬-৩ ফলে কার্যত খড়কুটোর মতন উড়িয়ে দেন জকোভিচ।
এদিকে ৩ ঘন্টা ৫১ মিনিটের এক ম্যারাথন লড়াইয়ে যুক্তরাজ্যের এন্ডি মারে ৬-৩, ৪-৬, ৪-৬, ৬-৪, ও ৬-২ সেটে জার্মানির ওস্কার ওটিকে পরাজিত করে তৃতীয় রাউন্ডে জায়গা করে নেন।
আর নারী এককের দ্বিতীয় রাউন্ড থেকে ভেনাস উইলিয়ামস, বিয়াঙ্কা আন্দ্রেস্কু, ভেরা জোভনারেভা ও সোফিয়া কেনিন বিদায় নিলেও, নেদারল্যান্ডসের লেসলি প্যাটিনামাকে ৬-১ ও ৬-৪ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠলেন স্পেনের গারবিন মুগুরুজা।