ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের জৈব সুরক্ষাবলয়ে করোনা ঢুকে যাওয়ায় সব ম্যাচ দুইদিন করে পিছিয়ে গেছে। একই কারণে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে আসা পিছিয়ে যেতে পারে। এমনটা হলে দুইদিন আগে ঘোষিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচিও পাল্টে যাওয়ার সম্ভাবনা। আর তাহলে সিরিজে মুশফিকুর রহিমের খেলার একটা সম্ভাবনাও তৈরি হয়ে যাবে।
সূচি অনুযায়ী ২৯ জুলাই ঢাকায় আসার পর তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরপর যথাক্রমে ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। কিন্তু বাংলাদেশে আসতে দেরি করলে এই পরিস্থিতিতে পাল্টে যেতে পারে সূচি।
যদিও বিসিবি'র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বিষয়টি এখনো নিশ্চিত করেননি। গণমাধ্যমকে তিনি জানান, এখনো আমার সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়নি। যদি এমন কিছু হয়, তাহলে সমস্যা হবে না। অস্ট্রেলিয়া সিরিজ কিছুদিন পিছিয়ে গেলে খেলার সুযোগ সৃষ্টি হতে পারে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমেরও।
এর আগে মুশফিকের অস্ট্রেলিয়া সিরিজে খেলা একদম বাতিলই হয়ে গিয়েছিল। করোনায় আক্রান্ত বাবা-মা'কে দেখতে জিম্বাবুয়ে সিরিজের মাঝপথেই দেশে চলে আসেন মুশফিক। অস্ট্রেলিয়া সিরিজ খেলতে হলে ২১ জুলাই থেকেই মুশফিককে কোয়ারেন্টিন শুরু করতে হতো। কিন্তু সেটা না করতে পারায় করোনা ঝুঁকির কথা ভেবে মুশফিকের খেলার বিষয়টি বাতিল করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।
মুশফিককে পাওয়া নিয়ে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'মুশফিকের মতো একজন ক্রিকেটারকে পাব না- এটা তো চিন্তার বিষয়। সেদিক থেকে আমাদের একটা চেষ্টা তো থাকবেই। আমরা এর মধ্যেই যোগাযোগ করছি। দেখি কী প্রতিক্রিয়া আসে। শুধু যে সফর পিছিয়ে যাচ্ছে সে জন্য না। আমরা আগে থেকেই যোগাযোগ করছি।'