প্রথম ইনিংসে ১৯২ রানের লিড পাওয়ার পরে তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিডের পরিমাণ ২৩৭ রান। দ্বিতীয় ইনিংসে ১৭ ওভারে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৫ রান সংগ্রহ করে দিন শেষ করেছে সফরকারীরা। বল হাতে টাইগারদের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৫টি ও সাকিব আল হাসান ৪টি উইকেট তুলে নেন।
তৃতীয় দিন শেষ বিকেলে সাইফ হাসান ও সাদমান ইসলাম দেখেশুনে ব্যাটিং করেন। দিনশেষে সাদমান ২২ ও সাইফ ২০ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে ৪৫ রান। তাতে লিড ২৩৭ রানের।
প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪৬৮ রান। সর্বোচ্চ ১৫০ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। লিটন দাস ৯৫, তাসকিন আহমেদ ৭৫ ও মুমিনুল হক ৭০ রান করে রেখেছিলেন বড় অবদান। ব্যর্থ হন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।
জবাবে জিম্বাবুয়ে দুর্দান্ত শুরু করলেও সেই ধারা ধরে রাখতে পারেনি। ১৭৬ রানে দ্বিতীয় উইকেট হারানোর পরে তারা অলআউট হয় ২৭৬ রানে। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেন অভিষিক্ত ওপেনার টি কাইটানো। মাত্র ৯২ বলে ৮১ রানের ইনিংস খেলেন ব্রেন্ডন টেলর। কাইটানো ও টেলর গড়েছিলেন ১১৫ রানের জুটি। তারা আউট হওয়ার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে জিম্বাবুয়ে।
বাংলাদেশের পক্ষে ৫টি উইকেট শিকার করেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। এটি তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম ৫ উইকেট শিকার। জিম্বাবুয়ের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ উইকেট শিকার করলেন মিরাজ। সাকিব ৪টি ও তাসকিন নেন ১টি উইকেট।