মাত্তেও বেরেত্তিনিকে হারিয়ে ষষ্ঠ উইম্বলডন শিরোপা জিতলেন নোভাক জকোভিচ। সেই সঙ্গে টানা তিনবার উইম্বলডনে চ্যাম্পিয়ন হন এই সার্ব তারকা। এতে তিনি ছুঁয়ে ফেললেন টেনিস ইতিহাসের অন্যতম দুই সেরা তারকা রজার ফেদেরার, রাফায়েল নাদালের ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড।
২০টি গ্র্যান্ড স্ল্যাম জেতার পর তিনি কোথায় গিয়ে থামবেন সেটা কেউ জানেন না। এ বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন জিতলেই দুই খেলোয়াড়কে টপকে যাবেন জোকোভিচ। তিন ঘণ্টা ২৪ মিনিটের লড়াইয়ে জকোভিচ জিতেন ৬-৭, (৪-৭), ৬-৪, ৬-৪ ও ৬-৩ গেমে। প্রথম সেট জিতে ইতালিয়ান বেরেত্তিনি জকোভিচকে চমকে দিলেও পরের সেটগুলোতে আর পেরে ওঠেননি। তবে হেরেও দর্শকদের মন ছুঁয়ে যায় বেরেত্তিনির খেলা। পুরো ম্যাচেই জকোভিচের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। কিন্তু সার্বিয়ার খেলোয়াড়ের অভিজ্ঞতা এবং নৈপুণ্যের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়।
বেরেত্তিনির ব্যাকহ্যান্ড নেটে আছড়ে পড়া মাত্রই র্যাকেট ফেলে দিয়ে ঘাসের কোর্টে শুয়ে পড়েন জকোভিচ। কিছুক্ষণ পরেই উঠে দাঁড়িয়ে ছুটে যান তিনি নিজের কোচিং বক্সের দিকে। এতক্ষণ সেখানে উৎকণ্ঠায় সময় কাটাচ্ছিলেন গোরান ইভানিসেভিচ এবং মারিয়ান ভাজদা। দু’জনকেই জড়িয়ে ধরেন জকোভিচ।
উইম্বলডন জিতলেই কোর্টের ঘাস ছিঁড়ে মুখে নিয়ে চিবোতে দেখা যায় নোভাক জকোভিচকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। র্যাকেট দিয়ে দেন এক ক্ষুদে ভক্তকে। এরপর উইম্বলডনের বিখ্যাত বল রুমে গিয়ে দেখা করলেন প্রিন্স চার্লস এবং কেটের সঙ্গে।