দর্শক-সমর্থকদের সবাই সমর্থন করলে আশা করা যায় ভালোবাসার প্রতিদান দিতে পারবো। জার্সি উন্মেচন অনুষ্ঠানে এ কথা বলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব ছাড়াও মোহামেডানে রয়েছেন জাতীয় দলে খেলা তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, শামসুর রহমান এবং শুভাগত হোম। গত বছর নিষেধাজ্ঞার কারণে প্রিমিয়ার লিগে নাম ছিল না সাকিবের। তবে এ বছর ফ্রি প্লেয়ার হিসেবে মোহামেডানে নাম লেখান সাবেক বাংলাদেশ অধিনায়ক।
সাকিব সবশেষ ডিপিএলে খেলেছিল ২০১৬ সালে আবাহনী লিমিটেডের হয়ে। দীর্ঘ পাঁচ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরছেন দেশের এই সবচেয়ে বড় তারকা। তবে সাকিবের সামনে সুযোগ ছিল পাকিস্তান সুপার লিগ খেলার। রশিদ খান না খেলায় তাঁর পরিবর্তে পিএসএলে দল পেয়েছিলেন সাকিব। তবে পিএসএলের চেয়ে ঘরোয়া ক্রিকেটকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।
আগামী ৩১ মে থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি ফরমেটের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। খেলার উদ্বোধনী দিনে সাকিব আল হাসানের দলের প্রতিপক্ষ শাইন পুকুর ক্রিকেট ক্লাব।