বিশ্বকাপ আরচ্যারি স্টেজ-২ এ অংশ নিতে আগামী ১৬ মে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে ১৩ সদস্যের আরচ্যারি দল। দলের ৩ জন কর্মকর্তা আর বাকীরা সবাই খেলোয়াড়।
প্রতিযোগিতায় রিকর্ভ পুরুষ ও মহিলা এবং কম্পাউন্ড ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশের আরচ্যাররা। আরচ্যাররা হলেন- রাম কৃষ্ণ সাহা(রিকার্ভ), রোমান সানা(রিকার্ভ), হাকিম আহমেদ রুবেল(রিকার্ভ), তামিমুল ইসলাম(রিকার্ভ), বিউটি রায়(রিকার্ভ), দিয়া সিদ্দিকী(রিকার্ভ), মেহনাজ আক্তার মনিরা(রিকার্ভ) ও অসীম কুমার দাস(কম্পাউন্ড)।
সুইজারল্যান্ডের লুজানে ১৭ থেকে ২৩ মে প্রতিযোগিতায় ৩৬টি দেশের ১২৮ জন পুরুষ ও ১০৮ জন নারী আরচ্যার প্রতিদ্বন্দ্বিতা করবে। বিওএ ভবনে এক সংবাদ সম্মেলনে, বিশ্বকাপ আরচ্যারি স্টেজ-২ প্রতিযোগিতায় ভালো ফলাফলই আশা করেন বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের কর্মকর্তারা।