লুজানে আর্চারি বিশ্বকাপ স্টেজ-২ এর ফাইনালে আগামীকাল স্বর্নপদক জয়ের লক্ষ্যে খেলতে নামবেন দিয়া সিদ্দিকী এবং রোমান সানা। রিকার্ভ মিশ্র দ্বৈতের শিরোপা নিশ্চিতের ম্যাচে বাংলাদেশের তীরন্দাজরা মুখোমুখি হবেন নেদারল্যান্ডসের। বাংলাদেশ সময় বিকেল ৩টা ২৫ মিনিটে শুরু হবে রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনাল ম্যাচটি।
তাদের প্রতিপক্ষ গ্যাব্রিয়েলা শোলোসার এবং শেফ ভ্যান ডেন বার্গ। হার কিংবা জিত যাই হোক প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে কোন পদক জিততে চলেছে বাংলাদেশ। এর আগে সেমিফাইনালে কানাডাকে হারিয়ে আর্চারি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেন রোমান সানা এবং দিয়া সিদ্দিকী।