ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে চেলসি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করলো 'অল ব্লু'রা। কোচ টমাস টুখেল প্রথমবার এই শিরোপা জয়ের স্বাদ পেলেন। ম্যাচ শেষের বাঁশি কারো কাছে মধুর, কারো কাছে তা বেদনা বিধুর। কেউ কাঁদেন যুদ্ধ জয়ের আনন্দে। কারোবা চোখে অশ্রু ঝরে ব্যর্থতার গ্লানিতে।
পোর্তোর এস্তাদিও দ্রাগাও স্টেডিয়ামে দুই দলের ১২ হাজার দর্শক দেখলেন কিভাবে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের দমিয়ে রেখে দ্বিতীয়বারের মতো ক্লাব শ্রেষ্ঠতের মুকুটে নাম খোদাই করেছে চেলসি।
জার্মান ফুটবলার কাই হাভার্ডজ চ্যাম্পিয়নস লিগে দলের জার্সিতে এক গোল করেই নাম লেখালেন ইতিহাসে। চেলসির সবচে দামী খেলোয়াড়, তার পেছনে ৭০ মিলিয়ন ইউরো খরচের প্রতিদান দিলেন ৪২ মিনিটে। প্রথমার্ধে ব্লু'দের আক্রমণের ঝাঁঝ বেশি ছিল সিটির থেকে। তবে ব্যবধান বাড়ানোর সুযোগগুলো কাজে লাগাতে পারেননি টিমো ওয়ার্নার।
দ্বিতীয়ার্ধে আক্রমণে ফেরে পেপ গর্দিওলার দল। গোলের খোঁজে গ্যাব্রিয়েল জেসুস, ফার্নান্ডিনহোর পর শেষ ম্যাচ খেলতে নামা সের্জিও আগুয়েরোকেও নামিয়ে দেন গার্দিওলা। তবে এবার আর রুপকথা হয়নি। চেলসির রক্ষণভাগে পায়ের জঙ্গল তৈরি করে ফেলেন রুডিগাররা। সেই রক্ষণ ভাঙা সম্ভব হয়নি ম্যানসিটির পক্ষে।
যে দলটি ডিসেম্বরে প্রিমিয়ার লিগের সেরা পাঁচেই ছিলোনা। জাদুর ছোঁয়ায় সে দলটিকেই কিনা ইউরোপের শ্রেষ্ঠ ক্লাব বানিয়ে দিলেন টমাস টুখেল।
যাকে গত মৌসুমে ব্যর্থতায় দায়ে ছাঁটাই হতে হয়েছিলো পিএসজি থেকে। এবার তিনি মাঠ ছাড়লেন মাথা উঁচু করে। শিরোপায় চুমু দিয়ে, আকাশে নীল রংয়ের আভা ছড়িয়ে।