কাতারে পৌছেই কোভিড-১৯ টেস্ট দিতে হয়েছে বাংলাদেশ ফুটবল দলকে। ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩-এর প্রিলিমিনারি জয়েন্ট রাউন্ড-২ এর খেলা উপলক্ষ্যে বর্তমানে ৩২ সদস্যের বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাতারে অবস্থান করছে।
গতকাল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোভিড টেস্ট হয়েছে এবং সকল সদস্যের ফলাফল নেগেটিভ এসেছে। আজ কাতার সময় সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশে দল হোটেলে স্কেচিং সেশন করেছে। বিকেল সাড়ে ৪টায় কাতার ইউনিভার্সিটি মাঠে প্রথম অনুশীলন সেশন করবে বাংলাদেশ।
সূচি অনুযায়ী কাতারে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবেন জামাল ভূইয়ারা। বাছাইয়ের ‘ই’ গ্রুপে ১ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হার দলের। একমাত্র পয়েন্ট তারা পেয়েছিল কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে।