প্রতিযোগিতা শুরু হতে বাকী এখনও ১৩ দিন। তার আগে হঠাৎই আয়োজকহীন হয়ে পড়ল কোপা আমেরিকা। রবিবার স্থানীয় সময় গভীর রাতে আয়োজক কনমেবলের তরফে জানিয়ে দেওয়া হল, আর্জেন্টিনায় এবারের প্রতিযোগিতা করা সম্ভব হচ্ছে না।
কোপা আমেরিকার ১০৫ বছরের ইতিহাসে এবারই প্রথম যৌথভাবে দুটি দেশ কোপা আমেরিকা আয়োজন করার সুযোগ পেয়েছিল। কলম্বিয়া ও আর্জেন্টিনায় হওয়ার কথা ছিল প্রতিযোগিতা। তবে কিছুদিন আগেই সে দেশের টালমাটাল পরিস্থিতি এবং কোভিড-১৯ বেড়ে যাওয়ার কারণে কলম্বিয়া থেকে আয়োজনের দায়িত্ব কেড়ে নেওয়া হয়। এবার লিওনেল মেসির দেশও সেই দায়িত্ব থেকে বঞ্চিত হল।
সরকারীভাবে কনমেবল কোনও কারণ না জানানো হলেও মনে করা হচ্ছে, আর্জেন্টিনার ক্রমবর্ধমান কোভিড আক্রান্তের জন্যেই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে না সেখানে। গোটা মে মাস জুড়ে রেকর্ড সংখ্যক কোভিড রোগী ধরা পড়েছে মেসির দেশে। এই অবস্থায় সেখানে কোপা আমেরিকা আয়োজন করা ঝুঁকিপূর্ণ বলে মনে করছে আয়োজকরা। কিছুদিন আগে লুইস সুয়ারেজও বলেছিলেন, 'সাধারণ মানুষের স্বাস্থ্যের উপরে আমাদের বেশি জোর দেওয়া উচিত।'
২০২০-তে হওয়ার কথা থাকলেও মহামারির কারণে এক বছর পিছিয়ে দেয়া হয়েছিল কোপা আমেরিকা। এবার সেই প্রতিযোগিতা নিয়েও সমস্যা দেখা দিয়েছে। আয়োজকরা কথাবার্তা চালাচ্ছেন চিলির সঙ্গে। সব ঠিক থাকলে সেখানেই পুরো প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে। না হলে তা সরানো হতে পারে আমেরিকায়।