উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে ইংলিশ জায়ান্ট চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্পেনের দল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ২৩ বছর পর প্রথম মুখোমুখি হলো দল দুটো।
রিয়ালের মাঠে আলফ্রেডো ডি স্টিফানো স্টেডিয়ামে, খেলার ১৪ মিনিটে অ্যান্টোনিও রুডিগারের কাছ থেকে বল পেয়ে, ক্রিস্টিয়ান পুলিসিক এগিয়ে দেন ইংলিশদের। পিছিয়ে থেকে গোল শোধের চেষ্টা করতে থাকে জিনেদিন জিদানের দল। খেলার ২৯ মিনিটে সম্মিলিত আক্রমণ থেকে করিম বেনজেমা দারুণ এক ভলিতে গোল করে ম্যাচে ১-১ এ সমতা ফেরান।
প্রতিপক্ষের মাঠে অ্যাওয়ে ম্যাচে গোল পাওয়ার সুবিধা নিয়ে আগামী বুধবার লন্ডনে সেমিফাইনালের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়বে চেলসি।