বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ফুটবলের শিরোপা লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ সেনাবাহিনী ও সিলেট জেলা দল। সোনার পদক দখলের লড়াইয়ে আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় ফাইনালে মুখোমুখি হবে দু'দল।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস পুরুষ ফুটবলে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী ৩-১ গোলে বিকেএসপিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। সেনাবাহিনীর হয়ে কাওসার, মানিক ও সঞ্জয় একটি করে গোল করেন। বিকেএসপির তৌহিদুল একটি গোল শোধ দেন।
অন্য সেমিফাইনালে সিলেট জেলা ৩-১ গোলে পরাজিত করে সাতক্ষীরাকে। বিজয়ী দলের জিল্লুর, রেজাউল ও নাফিস ইকবাল একটি করে গোল করেন। আর সাতক্ষীরার হয়ে একটি গোল শোধ করেন ইয়াসিন আলী।