বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাাবডিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শুক্রবার রাজধানীর শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে, তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে স্বাগতিকরা ২টি লোনাসহ ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
ফাইনালের প্রথমার্ধে ১৮-১০ পয়েন্টে পিছিয়ে ছিল স্বাগতিকরা। সেখান থেকে দুর্দান্তভাবে এগিয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতে নেয় বাংলাদেশ।
পাঁচ দলের টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ পর্বে একে একে শ্রীলংকা, নেপাল, পোল্যান্ড ও কেনিয়াকে হারিয়েছিল।
ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
ফাইনালের সেরা হন আরদুজ্জামান। এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন স্বাগতিক দলের অধিনায়ক তুহিন তরফদার।