প্রথমে পিছিয়ে থেকেও প্যারিস সেন্ট জার্মেইকে ২-১ গোলে হারাল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। এতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের পথে এগিয়ে গেলো সিটিজেনরা।
নিজেদের মাঠে খেলার শুরুতে অতিথি দল ম্যানচেস্টার সিটিকে কোনো পাত্তাই দেযনি প্যারিস সেন্ট জার্মেই। রীতিমতো তাদেরকে নিয়ে ছেলেখলা করেছে নেইমাম-এমবাপেরা। তবে ঘোল পেতে অপেক্ষায় থাকতে হয়েছে ১৫ মিনিট পর্যন্ত। এ সময় ডি মারিয়ার নেয়া দারুণ এক কর্নারে মাথা ছুঁইয়ে পিএসজিকে এগিয়ে দেন মারকুইনহোস।
চ্যাম্পিয়ন্স লিগে প্রথমে পিছিয়ে থাকা শেষ ছয় ম্যাচের ৫টিতেই জিতেছে ম্যানচেস্টার সিটি। তাই হাল ছাড়েনি ইংলিশ জায়ান্টরা। সেই সঙ্গে দ্বিতীয়ার্ধে ম্যানচেস্টারের কোচ পেপ গার্দিওয়ালা দেখালেন ম্যাজিক। পুরো ম্যাচের রঙই পাল্টে দেন তিনি। প্রথমার্ধে পিএসজির কাছে বোতল বন্দি থাকা ইংলিশরা দ্বিতীয়ার্ধে যেনো খোলস ছেড়ে বের হয়। খেলার ৬৪ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে ম্যাচে ১-১ এ সমতা ফেরায় পেপ গার্দিওয়ালার দল।
এই গোলের রেশ না কাটতেই ৭১ মিনিটে রিয়াদ মাহরেজ ২-১ ব্যবধানে এগিয়ে দেন সিটিজেনদেরকে। এই জয়ে আগামী মঙ্গলবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থাকার সুবিধা নিয়ে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি।