বাবর আজমের সেঞ্চুরি এবং ইমাম উল-হকের ৭৩ রানে ভর করে প্রথম ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারালো পাকিস্তান। তবে জয় নিশ্চিত থাকা সত্ত্বেও খেলা গড়াল শেষ বল পর্যন্ত। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
সেঞ্চুরিয়নে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং করতে পাঠান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ হাসনাইনের বোলিংয়ের জবাব দিতে পারেননি দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার। ৫৫ রানের মধ্যেই তাদের ৪ উইকেট চলে যায়। এমন অবস্থায় হাল ধরেন রসি ফান ডার ডুসেন এবং ডেভিড মিলার। অপরাজিত ১২৩ করেন ডুসেন। মিলার ৫০ রান করে সাজঘরে ফেরেন। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৭৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
জবাবে ফখর জামানকে (৮) শুরুতে হারালেও পাকিস্তানকে বিপদে পড়তে দেননি ইমাম এবং বাবর। দ্বিতীয় উইকেটে দু’জনে ১৭৭ রান তোলেন। ১০৩ রান করে বাবর আজম প্যাভিলিয়নে ফেরার কিছুক্ষণ পরেই ফেরেন ইমাম। মোহাম্মদ রিজওয়ান একটা দিক ধরে রাখলেও উল্টোদিকে কিছুতেই সমর্থন পাচ্ছিলেন না। শেষ ওভারে ৩ রান দরকার ছিল। মাথা ঠান্ডা রেখে দলকে জেতান ফাহিম আশরাফ।