অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ক্যারিবিয়ান দ্বীপেপুঞ্জের একটি দেশকে ২০২২ সালের বার্মিংহাম গেমস ক্রিকেটে খেলবে বলে চূড়ান্ত হয়েছে। কমনওয়েলথে এবারই প্রথম নারী ক্রিকেট অন্তর্ভূক্ত করা হয়েছে। ১৯৯৮ সালে কুয়ালালামপুরের কমনওয়েলথ গেমসে পুরুষ ওয়ানডে প্রতিযোগিতার পরে দ্বিতীয়বারের মতো নারী ক্রিকেট অন্তর্ভূক্ত করা হলো। সেবার ক্রিকেটের স্বর্ণ জয় করে দক্ষিণ আফ্রিকা।
স্বাগতিক ইংল্যান্ডের সাথে অন্যান্য দলগুলোকে নেয়া হয়েছে চলতি বছরের ১ এপ্রিল পর্যন্ত টি-টোয়েন্টি র্যাংকংি বিবেচনা করে।
কমনওয়েলথে ওয়েস্ট ইন্ডিজের দেশগুলো বরাবরই আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। এবারও তাই হবে। সেজন্য ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্রগুলোকে একটি টুর্নামেন্ট আয়োজন করে সেরা দল নির্বাচনের দায়িত্ব দেয়া হয়েছে। ২০২২ সালের ৩১ জানুয়ারির মধ্যে সেই টুর্নামেন্ট আয়োজন করতে হবে।
কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রেসিডেন্ট ড্যাম লুইস মার্টিন বলেন, 'ক্রিকেট এমন একটি খেলা যা কমনওয়েলথের সমার্থক এবং আমরা কুয়ালালামপুরে পুরুষদের প্রতিযোগিতার পর প্রথমবারের মতো গেমসে এটি অন্তর্ভূক্ত করতে পেরে খুব আনন্দ পেয়েছি।' তিনি আরো বলেন, 'মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটের আত্মপ্রকাশ কমনওয়েলথ স্পোর্টের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এবং বিশ্বজুড়ে নারীদের খেলাধুলার জন্য একটি দুর্দান্ত প্রদর্শনী হবে।'
পৃথিবীর ৭২টি দেশের ৪৫০০ জন অ্যাথলেট বার্মিংহাম কমনওয়েলথ গেমসে পদক জয়ের আনন্দে মেতে উঠবেন ২০২২ সালের ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত।