নিউজিল্যান্ড সফরে প্রথমবারের মতো জিম করছেন আজ বাংলাদেশের ক্রিকেটাররা। তৃতীয়বারের পরীক্ষায় সবার করোনা ফর নেগেটিভ আসায় আগামীকাল থেকে মাঠে অনুশীলনের সুযোগ পাচ্ছে টাইগাররা। এদিকে, নিউজিল্যান্ডে কঠোর কোয়ারেন্টিন মানতে হচ্ছে বাংলাদেশ দলকে। প্রথম তিনদিন মেলেনি রুম থেকে বের হবার অনুমতি। এরপর থেকে মিলেছে ৩০ মিনিটের জন্য বের হওয়ার সুযোগ। এ বদ্ধ জীবন থেকে অনুশীলনে ফিরতে মুখিয়ে আছেন দলের মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।
মহামারী করোনভাইরাসের বিস্তার প্রতিরোধে কঠিন সব নিয়মকানুন মেনে চলতে হয়েছে বাংলাদেশ থেকে। আস্তে আস্তে শিথিল হচ্ছে নিয়ম। প্রত্যেকের করোনা পরীক্ষার ফলফল নেগেটিভ আসায় অনুশীলনে ফিরতে আর বাধা নেই বাংলাদেশের। বুধবার প্রথমবারের মতো জিম করেছেন ক্রিকেটাররা। আগামীকাল থেকে শুরু হবে অনুশীলন।
বদ্ধ রুম থেকে অনুশীলনে ফেরা নিয়ে মোহাম্মদ মিঠুন বলেন, 'এতদিন আমাদের চলাচলে অনেক সীমাবদ্ধতা ছিল। আস্তে আস্তে জিনিসগুলো স্বাভাবিক হচ্ছে। আজকে আমরা জিম করার সুযোগ পেয়েছি। প্রায় এক সপ্তাহ পরে জিম ব্যবহার করতে পেরে ভালো লাগছে।'
কাল থেকে মাঠে যাওয়ার সুযোগ পাওয়া যাবে- এটি ভেবেই আনন্দিত মিঠুন। তিনি বলেন, 'এ ব্যাপারে অনেক বেশি রোমাঞ্চিত। ঘরের ভেতর থাকাটা আসলেই কষ্টকর। এখানে খুব একটা কিছু করার নাই ঘরের ভেতর থেকে। তাছাড়া আমরা একটা সিরিজ খেলতে এসেছি। আমরা কালকে থেকে মাঠে যেতে পারব- এটা ভাবতেই আলাদা ভালো লাগা কাজ করছে। ইনশাল্লাহ, আমরা কাল যখন ক্রিকেট অনুশীলনে ফিরব তখন আস্তে আস্তে আমরা সব কিছু মানিয়ে নিতে পারব।'
তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে আগামী ২০ মার্চ মাঠে নামবে দুই দল। এরপর টাইগাররা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে।