জয় দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু করলো ভারত। মঙ্গলবার পুনে শহরে ইংল্যান্ডকে ৬৬ রানে হারালো বিরাট কোহলির দল। সেই সঙ্গে অসাধারণ অভিষেক হলো ভারতের দুই ক্রিকেটার। বল হাতে প্রসিদ্ধ কৃষ্ণ পেলেন ৪ উইকেট। আর ক্রুণাল পান্ডিয়ার ব্যাট থেকে আসে ৫৮ রান। ক্রুনালের অবদান ৩১ বলে অপরাজিত ৫৮, সাতটি চার, দু’টি ছয়। আক্রমণাত্মক ইনিংস। একদিনের ক্রিকেটে অভিষেকে দ্রুততম (২৬ বলে) অর্ধশতরানের রেকর্ডও করেন ক্রুনাল।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুটা ভালোই করেছিলেন রোহিত শর্মা ও ধাওয়ান। কিন্তু ৪২ বলে ২৮ রান করে ফিরে যান রোহিত। এরপর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে জুটি বাঁধেন ধাওয়ান। দু’জনে মিলে ১০৫ রান যোগ করেন। কিন্তু ৫৬ রান করেই ফিরে যান অধিনায়ক বিরাট কোহলি। পরে দ্রুত আউট হন শ্রেয়াসও (৬)। এর দশ রান পরেই স্টোকসের বলে আউট হন ধাওয়ান। ১০৬ বলে ৯৮ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ২টি ছয়।
রাহুল করেন ৪৩ বলে ৬০ রান। এবং ক্রণালের সংগ্রহ ৩১ বলে ৫৮ রান। নির্ধারিত ৫০ ওভারে ভারত ৫ উইকেটে করে ৩১৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিলো ইংল্যান্ডের। জেসন রয় ও জনি বেয়ারস্টো ১৩৫ রানের জুটি গড়ে তোলেন। পরে অধিনায়ক মর্গ্যান ও পরের দিকে মঈন আলী কিছুটা ভালো খেললেও দলকে জেতাতে পারেননি। বেয়ারস্টো আউট হন ৯৪ রান করে। জেসন রয় করেন ৪৬। মর্গ্যান আউট হন ৩০ বলে ২২ রান করে। ৩৭ বলে ৩০ রান করেন মঈন আলী। ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২৫১ রানে। হারতে হয় তাদেরকে ৬৬ রানে। তিন ওয়ানডে ম্যাচের প্রথমটি জিতে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গেল।