কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সোমবার বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে পুরুষ ফুটবলে ‘বি’ গ্রুপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচগুলোতে জয় পেয়েছে সাতক্ষীরা জেলা ও বিকেএসপি।
প্রথম ম্যাচে সাতক্ষীরা জেলা ২-১ গোলে রংপুর জেলাকে হারিয়েছে। সাতক্ষীরার হয়ে সিদ্দিকুর রহমান ৩৯ মিনিটে প্রথম গোল করেন। ৫৪ মিনিটে ইয়াসিন আলীর গোলে ব্যবধান দ্বিগুন করে সাতক্ষীরা। ম্যাচের ৮৫ মিনিটে রংপুরের হয়ে একমাত্র গোলটি করেন আলমগীর হোসেন।
আরেক ম্যাচে বিকেএসপি ৩-১ গোলে কক্সবাজার জেলাকে হারায়। বিকেএসপির হয়ে আরমান ২ ও ২২ মিনিটে দুটি গোল করেন। এছাড়া তৌহিদুলের কাছ থেকে এসেছে তৃতীয় গোলটি। কক্সবাজারের হয়ে শেখ আহমেদ ৩২ মিনিটে একমাত্র গোল করেন।