বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হয়েছে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী জুনিয়র র্যাংকিং ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ'। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে, প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থানের ৫২ টি দল ও সংস্থার ২৫০ জন বালক ও ৪০ জন বালিকা অংশ নিচ্ছে।
আজ রোবাবার টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ডক্টর আবদুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদ উল্যা ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদার।
'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী জুনিয়র র্যাংকিং ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ' চলবে আগামী ৩১ মার্চ ২০২১ পর্যন্ত।