নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে ২-০ তে সিরিজ জিতলো নিউজিল্যান্ড। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে স্বাগতিকদের সংগ্রহ ছিলো ৫ উইকেটে ১৭৩ রান। এরপর বৃষ্টি আইনে ১৬ ওভারে ১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে, ৭ উইকেটে ১৪২ রানে থামে বাংলাদেশের ইনিংস। ম্যাচ সেরা হন ‘ব্ল্যাক ক্যাপ’ ব্যাটসম্যান গ্লেন ফিলিপস।
সিরিজে অন্তত একবার নিউজিল্যান্ড বোলারদের পাল্টা আক্রমনের দৃশ্য দেখার স্বাদ পেলেন বাংলাদেশের সমর্থকরা। সৌম্য সরকার যতক্ষণ ক্রিজে ছিলেন রান তাড়ার দৌড়ে দুর্দান্ত গতিতে এগুচ্ছিলো টাইগাররা। ২৫ বলে হাফসেঞ্চুরি তুলে নেন সৌম্য। তার ২৭ বলে ৫১ রানের ইনিংসে চার পাঁচটি। ছক্কা তিনটি।
দলের ৯৪ এ সৌম্যর বিদায়ের পর মোহাম্মদ নাইমের ব্যাট কিছুটা সময় লড়াই করেছে। কিন্ত ৩৮ রান করে দলীয় ১১০ এ তার বিদায়ের পর বাকিরা ব্যস্ত হন, প্যাভিলিয়নে ফেরায়।
অধিনায়ক মাহমুদুল্লাহ খেলেন ১২ বল। আর আফিফ, মিথুন, সাইফুদ্দিনদের কেউই টিকতে পারেননি ৬ বলের বেশী। তাতে নিউজিল্যান্ডের মাটিতে সব ধরনের ক্রিকেট মিলে ৩১ তম পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
এর আগে সফরকারী বোলাররা উড়তে থাকা নিউজিল্যান্ডকে মাটিতে নামাতে পারেনি। যদিও ৫৫ রানের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে সপ্তম ওভার পর্যন্ত স্বস্তিতেই কেটেছে বাংলাদেশের ইনিংস। পুরো সিরিজে তাসকিনের এই ক্যাচটা শেষ পর্যন্ত স্মরণীয় হয়ে থাকতে পারে। তবে ১৬ ওভারে ১৭০ রান তাড়া করে বাংলাদেশের ইনিংস থামে ১৪২-এ।
এরপর ম্যাচ সেরা গ্লেন ফিলিপসের ৩১ বলে ৫৮ আর ডেরিল মিচেলের ঝড়ো ৩৪ রানের ইনিংসে আরো একবার ২০০ রানের দিকে ছুটতে থাকে কিউইরা। বৃষ্টিতে ১৭ ওভার ৫ বলে খেলা বন্ধ হওয়ায় তা আর হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতায় এই রানই জয়ের জন্য যথেষ্ট প্রমান করেন কিউইরা।