বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে নারী ফুটবলের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে রাজশাহী জেলা। আজ সোমবার তারা ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে খুলনাকে।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সকালে শাহীন আক্তার ও কর্ণফুলীর হ্যাটট্রিকে বড় জয় পায় রাজশাহী। শাহীন আক্তার করেন চার গোল। খেলার ৩, ১৭, ২৭ ও ৫৯ মিনিটে গোল চারটি করেন রাজশাহীর শাহীন আক্তার। আর শ্রীমতি কর্ণফুলী ৯, ২১ ও ৭৬ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন। দলের অন্য গোল দুটি করেন সংক্রান্তি বালা (১৪ মিনিট) এবং অর্চনা (৩৬ মিনিট)।
এদিকে দ্বিতীয় ম্যাচে, আনসার ও ভিডিপি ৩-১ গোলে হারিয়েছে ময়মনসিংহ ফুটবল দলকে। থাইনু মারমার জোড়া গোলে জয় পায় আনসার। খেলার ১৬ মিনিটে থাইনুর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আনসার। বিরতি থেকে ফিরে খেলার ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থাইনু।
৬৮ মিনিটে সিরাত সাবরিনের গোলে ৩-০ তে লিড নেয় আনসার ও ভিডিপি। আর খেলার ৮১ মিনিটে ময়মনসিংহের সাদিয়া আক্তার একটি গোল শোধ করে পরাজয়ের ব্যবধান কমান।