চলতি মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি থেকে বিদায় নিচ্ছেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। আনুষ্ঠানিকভাবে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার সাথে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছে ইংলিশ ক্লাবটি।
জুলাই মাসে শেষ হবে আগুয়েরোর চুক্তি। ২০১১ সালে ম্যাঞ্চেস্টারে যোগ দেন তিনি। ৩৮৪ ম্যাচে করেন ২৫৭ গোল। ক্লাবের ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায় বার্তা দিয়ে আগুয়েরো বলেন, সিটির হয়ে দশ বছর খেলতে পারায় গর্ব এবং ভালো লাগা কাজ করছে তার।
এদিকে, প্রিয় ফুটবলারকে সম্মান জানাতে ইত্তিহাদ স্টেডিয়ামের বাইরে আগুয়েরোর ভাস্কর্য গড়ার সিদ্ধান্ত নিয়েছে সিটিজেনরা।