সাকিবের ছুটি চাওয়া নিয়ে বিব্রত নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তবে মন খারাপ হয়েছে তার। বিকেলে বোর্ড পরিচালক এবং ক্রিকেটারদের সাথে সভা শেষে এমনটা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এসময় তিনি বলেন, ভবিষ্যৎে কে কোন ফরমেটে খেলতে চান, তা কেন্দ্রিয় চুক্তির আগেই ক্রিকেটারদের জানাতে হবে।
মাত্র কিছুদিন আগেই ঘরের মাঠে দুর্বল শক্তির ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্টে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। সেই বেদনার ক্ষত এখনও শুকায় নি। এরই মাঝে খবর আসন্ন শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ খেলতে চাননা দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বরং ঐ সময় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে টি টোয়েন্টি লিগই পছন্দ তার। সাকিবের এমন সিদ্ধান্ত খুশী হতে পারেনি ক্রিকেট বোর্ড। নাজমুল হাসান পাপন জানান, মন খারাপ, বিব্রত না। একটা প্লেয়ারের পেছনে কম ইনভেস্ট করে না তো বোর্ড। দুটো টেস্ট হারার পর যদি কেউ বলে জাতীয় দল বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি খেলতে চায় তবে কিছু বলার নাই।
বিসিবি সভাপতি আরো জানান, খেলোয়াড়দের সাথে এরপর চুক্তি করার সময়ই উল্লেখ করা থাকবে যে তারা টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি, কোন্ ফরমেটে খেলতে চায়। তিনি বলেন, জোর করে খেলানোর কোনো মানে হয়না। হয়তো দেড় বছর সময় লাগবে। কিন্তু ভবিষ্যতের জন্য ভালো। ট্যুরের আগে যেনো কেউ বলতে না পারে আমি খেলবো না। যে যেটা খেলতে চায় আগেই বলুক।
এদিকে, আইপিএলের রাজস্থান রয়েলসে জায়গা পাওয়া বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমানকেও শ্রীলঙ্কা সিরিজের জন্য আটকাবেন না বলে জানান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।