সিরি এ'র চলতি মৌসুমে ১৯তম গোল পেয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু তাতেও জয় পায়নি তাঁর দল জুভেন্টাস। ভেরোনার বিরুদ্ধে শনিবার রাতে ১-১ গোলে শেষ হয় ম্যাচটি। লিগ শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান এখন জুভেন্টাসের।
প্রথমার্ধ গোল শূন্য থাকলেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে দিয়েছিলেন রোনালদো। জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো বলেন, 'আমরা লিড নিতে পেরেছিলাম, সেটাই কঠিন ছিল। ধরে রাখতে পারিনি সেটাই দুঃখের।' ৪৯ মিনিটে গোল করেন রোনালদো। ৭৭ মিনিটের মাথায় সেই গোল শোধ করে দেন ভেরোনার আন্তোনিন বারাক।
এই ড্রয়ের ফলে ৩ নম্বরে রইল জুভেন্টাস। ২৩ ম্যাচে ৪৬ পয়েন্ট রোনালদোদের। দুই নম্বরে রয়েছে এসি মিলান। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৪৯। শীর্ষে থাকা ইন্টার মিলানের একই সংখ্যক ম্যাচ খেলে পয়েন্ট ৫৩। লিগ জিততে সামনে কঠিন লড়াই করতে হবে রোনালদোদের।
এই ড্রয়ের ফলে ৩ নম্বরে রইল জুভেন্তাস। ২৩ ম্যাচে ৪৬ পয়েন্ট রোনাল্ডোদের। দুই নম্বরে রয়েছে এসি মিলান। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৪৯। শীর্ষে থাকা ইন্টার মিলানের একই সংখ্যক ম্যাচ খেলে পয়েন্ট ৫৩। লিগ জিততে সামনে কঠিন লড়াই রোনাল্ডোদের।