ইংল্যান্ডের শীর্ষ লিগের দল হিসেবে ঘরোয়া ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়ল ম্যানচেস্টার সিটি। এফএ কাপের পঞ্চম রাউন্ডে সোয়ানসি সিটিকে ৩-১ গোলে জয়ের পাশাপাশি টানা ১৫ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে পেপ গুয়ার্দিওলার দল। সেই সঙ্গে সিটিজেনদের প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে তুলতে একটি করে গোল করেন কাইল ওয়াকার, রাহিম স্টার্লিং ও গাব্রিয়েল জেসুস।
সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে টানা ১৫ ম্যাচ জিতল সিটি। ১৮৯১-৯২ মৌসুমে প্রেস্টন ও ১৯৮৭-৮৮ মৌসুমে আর্সেনাল টানা ১৪টি করে ম্যাচ জিতেছিল।
প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সিটি সবশেষ হেরেছিল গত নম্ভেম্বরে, লিগে টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-০ গোলে। এখনও পর্যন্ত মৌসুমে চার শিরোপার সবক'টি জয়ের সম্ভাবনা টিকে আছে ম্যানচেস্টার সিটির।