অস্ট্রেলিয়ান ওপেন টেনিস শুরুর আগে অ্যাডিলেডে একটি প্রদর্শনী টুর্নামেন্ট খেলবেন সেরেনা উইলিয়ামস ও নাওমি ওসাকা। এই টুর্নামেন্টে রাফায়েল নাদাল এবং নোভাক জকোভিচও অংশ নেবেন। অবশ্য তার আগে তাদেরকে দক্ষিণ অস্ট্রেলিয়ার এই শহরে কোয়ারেন্টাইনকাল শেষ করতে হবে। আজ শনিবার এমনটাই জানিয়েছে টেনিস অস্ট্রেলিয়া।
করোনাভাইরাসের কারণে মেলবোর্ন পার্কে এবছর দেরীতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট। অবশ্য এই গ্র্যান্ড স্ল্যাম আসর বসার এক সপ্তাহ আগে প্রদর্শনী টুর্নামেন্টটি হবে ২৯ জানুয়ারি, অ্যাডিলেডের মেমোরিয়াল ড্রাইভ টেনিস সেন্টারে। এরআগেই অস্ট্রেলিয়ান ওপেনের পরিচালক ক্রেইগ টেলি জানিয়েছিলেন যে, ইউএস ওপেন চ্যাম্পিয়ন ডমিনিক থিয়েমসহ প্রদর্শনী টুর্নামেন্টের আট খেলোয়াড়ের মধ্যে থাকবেন অ্যাশলে বার্টি এবং সিমোনা হালেপ।
অস্ট্রেলিয়ান ওপেনের আগে মেলবোর্নে নাদাল, জকোভিচ এবং থিয়েম এটিপি কাপের সংক্ষিপ্ত সংস্করণে আরো একটি প্রস্তুতি টুর্নামেন্ট খেলবেন।