ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিলেন আনুষ্কা শর্মা। আর বাবা হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। বাবা হয়ে খুব খুশি তিনি। আজ বিকেলই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এই খবর জানান বিরাট কোহলি। মা ও মেয়ে দুজনের সুস্থ রয়েছেন বলে বিরাট জানান।
তাতে বিরাট কোহলি লেখেন, 'আমাদের মেয়ে হয়েছে। বাধনহারা আনন্দ হচ্ছে। আপনাদের ভালবাসা, শুভেচ্ছা ও প্রার্থনার জন্য আমরা কৃতজ্ঞ। অনুষ্কা এবং সন্তান- দুজনেই সুস্থ রয়েছে। জীবনের নতুন পর্ব শুরু করার আগে আমরা থ্রিলড। আশা করছি এই সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সবাই সম্মান জানাবেন।'
গত বছর অগাস্টে বিরাট, অনুষ্কার প্রেগনেন্সির খবর ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। এরপর থেকেই সেলিব্রিটি দম্পতির কোল আলো করে নতুন অতিথি কবে আসছে সেই নিয়ে ফ্যানেদের প্রতিদিনই কৌতুহল তৈরি হতে থাকে। ডাক্তাররা আগেই জানিয়েছিলেন, জানুয়ারিতে বিরাট-অনুষ্কা সুখবর পেতে চলেছেন। প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় স্ত্রীয়ের পাশে থাকবেন বলে বিরাট বোর্ডের থেকে অগ্রীম ছুটিও নিয়েছিলেন। অস্ট্রেলিয়া সফরে বিরাট অ্যাডিলেড টেস্টে নেতৃত্ব দিয়ে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরেন আসেন। এবার নতুন বছরের ১১ জানুয়ারি ভারত অধিনায়ক ফুটফুটে কন্যা সন্তানের বাবা হলেন। প্রসঙ্গত এদিন ভারতীয় দল সিডনিতে দুর্দান্ত লড়াইয়ে টেস্ট ড্র করে সিরিজের ফল ১-১ ধরে রাখে। বিরাট পরিবারে 'লক্ষ্মী'-র আগমনের মধ্যে দিয়ে আজ থেকে, বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু হলো।