ঢাকা আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। রোববার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে রাউল অস্কার বেসেরা ও জোনাথন দে সিলভেইরার গোলে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
ফেডারেশন কাপের রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে ছিটকে দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে আরও একধাপ এগিয়ে গেলো বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই জমে ওঠে দুই শক্তিশালী দলের লড়াই। তবে প্রথমার্ধে এগিয়ে যায় ঢাকা আবহনী। খেলার ৩১ মিনিটে দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো রদ্রিগেজ।
৫১ মিনিটে ব্রাজিলিয়ানের গোলে সমতায় ফেরে বসুন্ধরা কিংস। জোনাথন দে সিলভেইরার জোড়ালো শটে স্বস্তি ফেরে বসন্ধরা কিংসের ডাগআউটে।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে অতিরিক্ত সময়ের খেলায় আধিপত্য বিস্তার করে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। ১১১ মিনিটে অস্কার বেসেইরার গোলে ব্যবধান বাড়ায় বসুন্ধরা।
শেষ সময়ে নাবীব নেওয়াজ জীবনের অফসাইডের গোল নিয়ে বেশ উত্তেজনা সৃষ্টি হয়। প্রায় দশ মিনিট বন্ধ থাকার পর আবারও খেলা শুরু হয়। ইনজুরি সময়ে জোনাথনের দ্বিতীয় গোলে বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
এনিয়ে টানা তৃতীয়বার ফেডারেশন কাপের ফাইনালে উঠলো বসুন্ধরা কিংস। আগামী রোববার শিরোপা ধরে রাখার মিশনে তাদের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং।