বার্নলিকে ১-০ গোলে হারিয়ে লিভারপুলকে পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড। সেইসাথে চলতি টুর্নামেন্টে টানা তৃতীয় জয়ও পেল ওলে গার্নার সুলশারের দল। এতে করে, ২০১২ সালের ডিসেম্বর মাসের পর প্রথমবারের মতো লিগ টেবিলের শীর্ষে উঠল রেড ডেভিলরা। সেবার স্যার অ্যালেক্স ফার্গুসনের তত্ত্বাবধানে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড।
শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা ইউনাইটেড প্রথম সুযোগ পায় খেলার ১৭শ মিনিটে। বাঁ দিক থেকে লুক শর নিচু ক্রস ডি-বক্সে খুঁজে পায় ব্রুনো ফের্নান্দেসকে। তবে গোলরক্ষক নিক পোপ বরাবর শট নেন এই পর্তুগিজ মিডফিল্ডার।
২২ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় গত মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডকে ২-০ গোলে হারানো বার্নলি। ডি-বক্সে ক্রিস উডের শট ইউনাইটেডের ডিফেন্ডার এরিক বেইলির গায়ে লেগে ক্রসবারের ওপর দিয়ে যায়।
৩৬ মিনিটে সতীর্থের ক্রসে কাছ থেকে হেডে জালে বল পাঠিয়েছিলেন হ্যারি ম্যাগুইয়ার। তবে লাফিয়ে হেড নেওয়ার সময় তিনি বার্নলির এক ডিফেন্ডারের পিঠে হাঁটু দিয়ে আঘাত করায় ফাউলের বাঁশি বাজান রেফারি। গোল শূণ্যভাবেই শেষ হয় খেলার প্রথমার্ধ।
বিরতি থেকে ফিরে ৭১ মিনিটে দলকে এগিয়ে নেন পগবা। ডান দিক থেকে মার্কাস র্যাশফোর্ডের ক্রসে ডি-বক্সে দারুণ ভলিতে বল জালে পাঠান এই ফরাসি মিডফিল্ডার। বল বার্নলির ম্যাট লোটোনের পায়ে লেগে জালে জড়ায়।
শেষ দিকে সমতায় ফেরার দুটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বার্নলি। এই জয়ে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে শিরোপাধারী লিভারপুল।