টেস্ট র্যাংকিংয়ে নবম স্থানেই আছে বাংলাদেশ। ভুল সংশোধন করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। গত ৬ জানুয়ারি ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ শেষে র্যাংকিং তালিকার হালনাগাদ করেছিলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে প্রথমবারের মত র্যাংকিংয়ের শীর্ষে উঠে নিউজিল্যান্ড। আর র্যাংকিংয়ে দশম স্থানে নেমে যায় বাংলাদেশ।
তাদের উপরে নবম স্থানে ছিলো আফগানিস্তান। আফগানদের ৫৭ ও বাংলাদেশের ৫৫ রেটিং ছিলো। দু’পয়েন্টে ব্যবধানে এগিয়ে থাকায় নবম স্থানে উঠে আসে আফগানিস্তান। আর এখানেই বড়সড় ভুল করে ফেলে আইসিসি। অবশ্য ভুল শুধরে বাংলাদেশকে নবম স্থান ফিরিয়ে দিয়েছে আইসিসি।
বার্ষিক হালনাগাদ র্যাংকিংএর সময় আইসিসি জানিয়েছে, র্যাংকিংএ বিবেচিত হবার মতো টেস্ট খেলেনি আফগানিস্তান। আবার র্যাংকিং হালনাগাদের যে সময়টা ধরা হয়েছে, সে সময়েও বাংলাদেশ ও আফগানিস্তান কোনো টেস্ট খেলেনি। তাই সবকিছু ভালো করে বিবেচনা করে নয় দলের নতুন তালিকা প্রকাশ করে তারা। নয় দলের র্যাংকিং তালিকায় জায়গা হয়নি আফগানিস্তানের। এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে বাংলাদেশ।
আইসিসি টেস্ট র্যাংকিং
র্যাংকিং দল রেটিং
১ নিউজিল্যান্ড ১১৮
২ অস্ট্রেলিয়া ১১৬
৩ ভারত
৪ ইংল্যান্ড ১০৬
৫ দক্ষিণ আফ্রিকা ৯৬
৬ শ্রীলংকা ৮৬
৭ পাকিস্তান ৮২
৮ ওয়েস্ট ইন্ডিজ ৭৭
৯ বাংলাদেশ ৫৫