আপত্তিকর পোস্ট দেওয়ায় নিষিদ্ধ হলেন এডিনসন কাভানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভাষা ব্যবহার করার দায়ে ম্যানচেস্টার ইউনাইটেডের এডিনসন কাভানিকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। একই সঙ্গে এক লাখ পাউন্ড জরিমানাও করা হয়েছে উরুগুয়ের এই স্ট্রাইকারকে।
এফএ এক বিবৃতিতে কাল বৃহস্পতিবার ৩৩ বছর বয়সী এই ফুটবলারের শাস্তির কথা জানায়। নিষেধাজ্ঞা ও জরিমানার পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমেও অংশ নিতে হবে কাভানিকে।
গত ২৯ নভেম্বর প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনের বিপক্ষে ম্যাচের পর ইনস্টাগ্রাম পোস্টে ওই আপত্তিকর ভাষা ব্যবহার করেন কাভানি। দলের ৩-২ ব্যবধানে জেতা ম্যাচটিতে বদলি নেমে যোগ করা সময়ে জয়সূচক গোলসহ দুই গোল করেছিলেন তিনি। পরে নিজের ভুল বুঝতে পেরে ওই পোস্ট মুছে ফেলেন কাভানি, ক্ষমাও চান।
নিষেধাজ্ঞার কারণে নতুন বছরের প্রথম দিন লিগে অ্যাস্টন ভিলা, ৬ জানুয়ারি লিগ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি ও ৯ জানুয়ারি এফএ কাপে ওয়াটফোর্ডের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।