মুজিব বর্ষ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। জিয়া ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সাত পয়েন্ট নিয়ে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অনত চৌধুরী অপরাজিত রানার-আপ হন।
সাড়ে ছয় পয়েন্ট নিয়ে তিতাস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ তৃতীয় হন। ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল চতুর্থ ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন পঞ্চম স্থান লাভ করেন। সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে ষষ্ঠ হতে চতুর্দশ স্থান লাভ করেন-বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস ও ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, বাংলাদেশ পুলিশের শরীয়তউল্লাহ, তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার জাভেদ, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ও বাংলাদেশ বিমানের মাসুম হোসেন।
মহিলাদের মধ্যে সাড়ে চার পয়েন্ট পেয়ে বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ প্রথম হন। চার পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় হতে পঞ্চম হন- বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, দেবনএয়ার চেস ক্লাবের কাজী জারিন তাসনিম ও বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম।
আজ (শনিবার) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলার দাবা ক্রীড়া কক্ষে নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে রাতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের উৎসব হলে পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।