মুজিববর্ষ ট্রাস্ট ব্যাংক ১৮তম জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতার উদ্বোধন হলো আজ। জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল এনায়েত উল্ল্যাহ।
এ সময় বক্তব্য রাখেন তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি মোর্শেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। চারদিনের এই প্রতিযোগিতায় দেশের ১৮টি জেলার প্রায় ৪০০ জন পুরুষ এবং ২০০ জন নারী তায়কোয়ানডো খেলোয়াড় বিভিন্ন ক্যাটাগরীতে অংশ নিচ্ছেন।