বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ওয়ালটন প্রথম ফেডারেশন কাপ নারী হ্যান্ডবল প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে জামালপুর স্পোর্টস একাডেমি।
শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে জামালপুর স্পোর্টস একাডেমি ২০-১৮ গোলে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা প্রথমার্ধে ১০-০৯ গোলে এগিয়ে ছিল। জামালপুর স্পোর্টস একাডেমির হয়ে মিষ্টি খাতুন ৭ টি গোল করেন। নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার হয়ে সুবর্ণা আক্তার সর্বোচ্চ ৮টি গোল করেন।
খেলা শেষে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার (ডন) জামালপুর স্পোর্টস একাডেমির প্রশিক্ষক, ম্যানেজার এবং অধিনায়কের হাতে প্রাইজমানির নগদ অর্থ ৫ হাজার টাকা এবং ট্রফি তুলে দেন।
৫ ডিসেম্বর ওয়ালটন প্রথম ফেডারেশন কাপ নারী হ্যান্ডবল প্রতিযোগিতা ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ও আনসার।