মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ওয়ালটন বিজয় দিবস হকিতে সোনালী ব্যাংক ও বাংলাদেশ নৌবাহিনী জিতেছে। আজ বুধবার প্রতিযোগিতার পঞ্চম দিনে বাংলাদেশ সেনা বাহিনীকে ৫-৩ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে নৌ বাহিনী। আগামী শনিবার শেষ ম্যাচে তারা সোনালী ব্যাংকের কাছে হারলে কেউ পেছনে ফেলতে পারবে না। কারণ তিন জয়ে ফাইনালের পথে এগিয়ে রয়েছে তারা।
এদিকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় সোনালী ব্যাংক ৪-০ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। সোনালী ব্যাংকের পক্ষে পুস্কর ক্ষিসা মিমো দুটি, শফিউল আলম শিশির ও তাহের আলী একটি করে গোল করেন।