সাবেক টেনিস তারকা মারিয়া শারাপোভার বাগদান হয়ে গেল। ব্রিটিশ ধনকুবের অ্যালেক্সজান্ডার গিলকেসকে বিয়ে করছেন এই রাশান সুইটলেডি। অবশ্য তাদের সম্পর্কের ব্যাপারটি প্রথম জানাজানি হয় ২০১৮ সালের অক্টোবরে।
অবশ্য সে বছরের জানুয়ারিতে তারা দুজন প্রথম যোগাযোগ রক্ষা করা শুরু করেন। ৪১ বছর বয়সী অ্যালেক্সজান্ডার গিলকেস যুক্তরাজ্যের ধনকুবের ব্যবসায়ী। প্যাডল৮ নামের বিখ্যাত এক নিলাম হাউজের যুগ্ম-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তাছাড়া মেগান মের্কেলের বেস্ট ফ্রেন্ড মিশা নুনো'র প্রাক্তন স্বামী। অবশ্য চারবছর সংসার করার পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।
শারাপোভা বিয়ে করার এই আনন্দ সংবাদটি তার ভক্তদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন। সাথে নিজেদের কিছু অন্তরঙ্গ ছবিও পোস্ট করেন শারাপোভা। তাতে লেখেন প্রথম দেখাতেই আমি হ্যা বলেছিলাম।
শারাপোভা এর আগে ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার বাস্কেটবল খেলোয়াড় সাশা ভুজাচিকের সাথে জড়িত ছিলেন। তবে তাদের সম্পর্ক দু'বছরের বেশি টেকেনি। এরপর মারুন5 সংগীতশিল্পী অ্যাডাম লেভিনের সাথেও তার ছোট্ট একটি সম্পর্ক ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা টেনিস থেকে অবসর নেন।