বিজয় দিবস হকিতে বাংলাদেশ সেনা বাহিনী ও বাংলাদেশ নৌ বাহিনী জয় পেয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় সেনা বাহিনী ৭-২ গোলে বিধ্বস্ত করেছে পুলিশকে।
সেনা বাহিনীর মালেক ৩টি, হাবিব ২টি এবং সোহাগ ও তানজিম একটি করে গোল করেন। দ্বিতীয় ম্যাচে, নৌ বাহিনী ৩-১ গোলে হারায় বিমান বাহিনীকে। নৌ বাহিনীর আশরাফুল ২টি ও মাইনুল একটি গোল করেন।