বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মুজিব জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে 'বঙ্গবন্ধু বিজয় দিবস বাস্কেটবল প্রতিযোগিতা' পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে।
প্রতিযোগিতায় ৩ গুনিতক ৩-এ হরনেটস স্পোর্টস ক্লাব ১৪ পয়েন্টস পেয়ে চ্যাম্পিয়ন হয় এবং ঢাকা ওয়ারিয়রস ১০ পয়েন্টস পেয়ে রানার্স আপ হয়। ৫ গুনিতক ৫-এ হরনেটস স্পোর্টস ক্লাব ৩৭ পয়েন্টস পেয়ে চ্যাম্পিয়ন এবং দেশি স্কুটার্স ১৫ পয়েন্টস পেয়ে রানার্স আপ হয়। ৩ গুনিতক ৩-এ সেরা খেলোয়াড় হন হরনেটস স্পোর্টস ক্লাব-এর মোসলেমা জাহান মুন্নি ও ৫ গুনিতক ৫-এ সেরা খেলোয়াড় হন হরনেটস স্পোর্টস ক্লাবের রামিছা শামস।
ফাইনাল শেষে বিজয়ী ও বিজিতদের পুরস্কৃত করেন যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন এনএসসি'র পরিচালক (ক্রীড়া) শাহ আলম সরদার, মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভানেত্রী আনজুমান আরা আকসির ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী।