বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রথম ফেডারেশন কাপ নারী হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ পুলিশ।
আজ বুধবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ ৩৮-১৩ গোলে জামালপুর স্পোর্টস একাডেমিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৬-০৮ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের হয়ে রুবিনা সর্বোচ্চ ২২টি গোল করেন। জামালপুর স্পোর্টস একাডেমি হয়ে শারমিন ৪টি গোল করেন।
আগামীকাল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) স্থান নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে জামালপুর ও নওগাঁ জেলা। আর ৫ ডিসেম্বর ফাইনালে শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ পুলিশ ও আনসার।