ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের পথে আছে উত্তর বারিধারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ মঙ্গলবার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ব্রাদার্সকে ৩-০ গোলে হারায় তারা। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে বারিধারা। গ্রুপের শেষ ম্যাচে সাইফ স্পোর্টিং আরামবাগের কাছে না হারলেই তারা শেষ আটে খেলবে। এদিকে, টানা তিন হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল ব্রাদার্স। তিন ম্যাচে এক গোল দিয়ে ১১টি হজম করেছে ঘরোয়া ফুটবলে একসময়ের ঐতিহ্যবাহী দলটি। আরামবাগের কাছে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ৬-১ ব্যবধানে উড়ে গিয়েছিল তারা।
খেলার ১৩ মিনিটে এগিয়ে যায় উত্তর বারিধারা। অবশ্য এ গোলে ব্রাদার্সের দায়ও কম নয়। গোলরক্ষক মহিউদ্দিন রানুর দেওয়া বল ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ প্রকাশ দাস। ছুটে এসে গোলরক্ষকের মাথার উপর বল জালে পাঠান উজবেকিস্তানের মিডফিল্ডার ইভজেনি কোচনেভ।
২৬ মিনিটে মিশরের ফরোয়ার্ড মোস্তফা মাহমুদ আব্দেল খালেক হাম্মাদের রক্ষণ চেরা পাস থেকে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন সুমন রেজা।
দুই মিশরীয়র দারুণ বোঝাপড়ায় ৫৯ মিনিটে ব্রাদার্সকে আরও কোণঠাসা করে ফেলে উত্তর বারিধারা। হাম্মাদের কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার মোহামেদ আব্দেল রহিম।