পেনাল্টি শটে পানেনকা থেকে গোল করাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন সের্গিও রামোস। রোনালদো সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার পরে রিয়ালের পেনাল্টি নেওয়ার দায়িত্ব তার কাঁধে। স্পেন অধিনায়ক জাতীয় দলের হয়েও নিয়মিত পেনাল্টি শট নেন। গোলও করেন।
কিন্তু শনিবার রাতের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে জোড়া পেনাল্টি মিস করেছেন রামোস। ওই ম্যাচে পিছিয়ে থেকেও ১-১ গোলের সমতা করেছে স্পেন। ম্যাচের শেষ সময়ে জেরার্ড মরিনো দলকে বাঁচিয়েছেন। কিন্তু তার আগে দু’বার পেনাল্টি থেকে গোল মিস করেছেন সের্গিও রামোস। দলকে সমতায় ফেরানোর সুযোগও হাতছাড়া করেছেন। দলকে এগিয়ে নেওয়ারও।
অথচ এর আগে রামোস টানা ২৫ পেনাল্টি থেকে গোল করেছেন। তার জোড়া ওই পেনাল্টি মিসে উয়েফা নেশনস কাপে বিপদে পড়ে গেছে স্পেন। এখন তাদের সেরা চারে থেকে শেষ করতে জার্মানির বিপক্ষে জয় ধরে নামতে হবে। জোড়া পেনাল্টি মিস করলেও রামোসের পাশে আছেন স্পেন কোচ লুইস এনরিকে।
তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, গোল মিস করলেও স্পেনের হয়ে পেনাল্টি শট রামোসই নেবেন। এনরিকে বলেছেন, ‘রামোসকে সমালোচনা করা অযৌক্তিক। দল তিন, চার কিংবা আরও বেশি পেনাল্টি পেলেও সেগুলোর শট রামোসই নিতো। আমাদের পেনাল্টি শট নেওয়ার একটা তালিকা আছে। রামোস সেখানে আছে সবার প্রথমে। যতক্ষন মাঠে থাকবে পেনাল্টি রামোসই নেবে।’