ফরচুন বরিশালকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটের শিরোপা জেতাতে চান দলের পেসার সুমন খান। বিসিবি প্রেসিডেন্টস কাপে দুর্দান্ত বোলিং করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন সুমন খান। বিসিবির এইচপি দলের এই পেসার প্রেসিডেন্টস কাপের ফাইনালে ৫ উইকেট নিয়েছিলেন। সেই সঙ্গে মাহমুদউল্লাহ একাদশের শিরোপা জয়েও বড় ভূমিকা ছিলো তার পারফরমেন্সের।
টুর্নামেন্টের শুরুতে নাজমুল একাদশের রিজার্ভ বেঞ্চে থাকেলও মাহমুদউল্লাহ একাদশের দুই পেসার হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী ইনজুরিতে পড়ায় তাকে একাদশে সুযোগ দেন নির্বাচকরা। এই সুযোগ দারুণভাবেই কাজে লাগিয়েছেন ডানহাতি এই পেসার।
আসন্ন বঙ্গবন্ধু কাপে ফরচুন বরিশালের হয়ে খেলবেন সুমন। তাঁর লক্ষ্য নিজের সেরাটা উজার করে দিয়ে দলকে শিরোপা জেতানো। সর্বশেষ প্রেসিডেন্টস কাপে দারুণ পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই তরুণ। সুমন বলেন, ‘আলহামদুলিল্লাহ লাস্ট বিসিবি প্রেসিডেন্টস কাপে আল্লাহর অশেষ রহমতে টুর্নামেন্টটা অনেক ভালো হয়েছে। কিন্তু আমি আরো আশাবাদী যে একটি টুর্নামেন্ট আছে টি-টুয়েন্টি টুর্নামেন্ট এখানে আমি নিজেকে আরো উজার করে দেব। নিজের পারফরম্যান্সটা আরো বেশি করার চেস্টা করব ইনশাআল্লাহ টিমের জন্য যেটা কার্যকর হয়।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গেল কয়েকটি আসরে বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি খেলেনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে আবারও মাঠে ফিরছে বরিশাল। তাই নতুন এই ফ্র্যাঞ্চাইজিটিকে ফাইনালে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন সুমন।
তিনি বলেন, ‘যেহেতু বরিশাল দুই তিন বছর পর একটা ফ্রাঞ্জাইজি টুর্নামেন্টে আসছে তো আমি অনেক উন্মুখ এখানে খেলার জন্য। বরিশালের সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছি তো আমার যতটুক সেরা আছে আমি চেস্টা করব আমার সোরাটা উজার করে দেয়ার জন্য। দল যেন জিততে পারে এবং ফাইনালে যেতে পারে। ফাইনাল খেলার ইচ্ছা আছে তো স্বপ্ন আছে যেন নিজের সেরাটা দিয়ে টিমকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি।’