এশিয়ার সেরা ১০ খেলোয়াড়ের তালিকায় জায়গা পেলেন বাংলাদেশের ফরোয়ার্ড সাদ উদ্দিন। গত ১০ দিনে এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় দল যে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, তাতে ভালো পারফরমারদের সংক্ষিপ্ত তালিকা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন-এএফসি। সেই তালিকায় আছেন বাংলাদেশের সাদ উদ্দিন।
সাদ উদ্দিনকে ভোট করতে নিচের লিঙ্কে ক্লিক করে তার নামের পাশে ক্লিক করুন।
https://www.the-afc.com/news/afcsection/vote-for-your-afc-national-team-player-of-the-week
গত ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে মুজিববর্ষ ফিফা ইন্টারন্যাশনাল সিরিজে তিনি কোনো গোল না পেলেও দুই ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখান। দুই ম্যাচেই তিনি নেপালের রক্ষণভাগে ত্রাসের সৃষ্টি করেন। তাতে এই তালিকায় জায়গা হয় সাদ উদ্দিনের। এই ১০ জনের তালিকা থেকে দর্শকদের ভোটে একজন সেরা নির্বাচিত হবেন। ভোট শেষ হবে ২১ নভেম্বর।