ঘরের মাঠে ৫০ ওভারের প্রেসিডেন্টস কাপ ছিল বোলারদের আসর। বিশেষ করে পেসারদের। ব্যাটসম্যানরা তেমন ভালো করতে পারেননি। স্পিনাররাও সেভাবে আলো ছড়াননি। ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি বাংলাদেশ দলের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও।
তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে সেই খারাপ সময়টা ভুলতে চান মিরাজ। ভালো খেলতে চান এবং জানুয়ারির ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুত হতে চাইছেন তিনি। আজ রোববার তেমনই আশার কথা বলেছেন ফরচুন বরিশালের হয়ে খেলতে যাওয়া এই তরুণ।
সম্প্রতি বাবা হওয়া মিরাজ বলেন, ‘বিদেশি ক্রিকেটার না থাকলেও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি’র আকর্ষণ কমবে বলে মনে হয় না। দেশি ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করার ভালো একটা সুযোগ পাচ্ছে। এখন দেশি ক্রিকেটাররাই পারফরম্যান্স করবে।’
অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দিয়ে জাতীয় অঙ্গনে এসেছেন মিরাজ। বাংলাদেশের জার্সি গায়েও মাঠ রাঙিয়েছেন তিনি। এরই মধ্যে বিপিএলে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও হয়েছে মিরাজের। তবে বরিশাল ফরচুনে দলের একজন হয়ে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন ডানহাতি এই স্পিনার। কারণ দলকে নেতৃত্ব দেবেন তামিম।
অফ স্পিনের জাদুটা তাই মিরাজ আবার দেখাতে চান বঙ্গবন্ধু কাপে, ‘টুর্নামেন্টটি দেশের ক্রিকেটের জন্য ভালো সাইন। ভালো দল সাজিয়েছে সবাই, আসরটাকে গুরুত্ব সহকারে দেখছে। আমিও এই টুর্নামেন্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করবো। বিসিবি প্রেসিডেন্টস কাপে আমি ভালো খেলতে পারিনি।’