আগামী ২২ নভেম্বর থেকে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের অনুশীরন ক্যাম্প শুরু হহবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শিরোপা ধরে রাখার মিশনে ২০২২ সালের যুব বিশ্বকাপকে সামনে রেখে আবারও শুরু হচ্ছে যুবা টাইগারদের অনুশীলন ক্যাম্প। ২২ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই ক্যাম্প।
এই ক্যাম্পকে সামনে রেখে ২১ নভেম্বর করোনা পরীক্ষার জন্য নমুনা দেবেন অনুর্ধ্ব-১৯ দলে ডাক পাওয়া ৩১ ক্রিকেটার ও দলের স্টাফরা। করোনা পরীক্ষায় নেতিবাচক ফল পাওয়া ক্রিকেটার ও স্টাফরা ২২ নভেম্বর সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে।
সেখানে পৌঁছে ২৩ নভেম্বর সকাল ৯টায় অনুশীলনে নামবে যুব টাইগাররা। দুই সপ্তাহের এই অনুশীলন ক্যাম্পে মোট পাঁচটি ৫০ ওভারের অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রত্যেক ম্যাচ শেষে একদিন করে বিশ্রামে থাকার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্প শেষে ৫ ডিসেম্বর ঢাকায় ফিরবেন যুব দল।
এর আগে, প্রথমিকভাবে ৪৭ জন ক্রিকেটার নিয়ে বিকেএসপিতে শুরু হয় অনূর্ধ্ব-১৯ দলের চার সপ্তাহের আবাসিক ক্যাম্প। ২৩ আগস্ট শুরু হওয়া ক্যাম্পটি শেষ হয় ১৮ সেপ্টেম্বর। এ চার সপ্তাহে ক্রিকেটাররা ওয়ানডে ফরম্যাটের সাতটি অনুশীলন ম্যাচে অংশ নিয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৩০ ওভারে।
খেলোয়াড়দের পারফর্ম্যান্সের ভিত্তিতে বিসিবি ৪৭ জনের স্কোয়াড কমিয়ে ২৮ জনে আনা হয়েছিল। তবে সিলেটে শুরু হতে যাওয়া অনুশীলন ক্যাম্পকে সামনে রেখে স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩২ জনের স্কোয়াড করা হলেও সিলেটে যাচ্ছে ৩১জন। অন্য একজন আপাতত বিসিবির অধীনে কোয়ারেন্টাইনে আছেন।
এরপর অক্টোবরে ক্রিকেটারদের আরও এক দফা অনুশীলন ক্যাম্প হলেও দুই জন ক্রিকেটার ও একজন সাপোর্ট স্টাফের করোনার লক্ষণ দেখা দেয়ায় বিকেএসপিতে অনুষ্ঠিত ক্যাম্পটি স্থগিত করে দেয় বিসিবি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ইমন আলি, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর সাকিব মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, নাঈম আহমেদ, সাকিব শাহরিয়ার, সোহাগ আলি, মেহরাব হাসান, আব্দুল্লাহ আল মামুন, খালিদ হাসান, এআইসিএইচ মোল্লাহ, আশরাফুল হাসান রিশাদ খান, তৌহিদুল ইসলাম ফেরদৌস, মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়েজিদ মিয়া রুমান, আশিকুর জামান, মুহিউদ্দিন তারেক, রিপন মন্ডল, মোস্তাকিম মিয়া, আহসান হাবিব লিওন, নাঈমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, সামসুল ইসলাম, সায়ান আহমেদ চৌধুরি, মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, জাকারিয়া ইসলাম শান্ত