এক বছরেরও বেশি সময় পর এডেন হ্যাডার্ডের করা গোলে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেলো রিয়াল মাদ্রিদ। ম্যাচে ৪-১ গোলে জিনেদিন জিদানের দল হারায় হুয়েস্কাকে।
খেলার প্রথমার্ধে বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড ডি বক্সের বাইরের বামপ্রান্ত থেকে বাম পায়ের দারুণ এক শটে লা ব্ল্যাঙ্কোদের এগিয়ে দেন।
এরপর দ্বিতীয়ার্ধে ফ্রান্স ফরোয়ার্ড করিম বেনজেমা আরো দুটি গোল এবং উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিও ভালভার্দে গোল করে স্বাগতিক রিয়ালের বড় জয় নিশ্চিত করেন।
অতিথি দল হুয়েস্কার হয়ে একটি গোল শোধ করেন ডেভিড ফেরেরিও।